এসএসসি ২০২৪ ফরম ফিলাপ কখন শুরু এবং কত টাকা SSC-2024 From Fill Up Date and Fee
SSC Exam 2024 from fill up date and fee: শিক্ষা মন্ত্রণালয় থেকে গত রবিবার (১৫ অক্টোবর) এসএসসি পরীক্ষা ২০২৪ এর ফরম ফিলাপ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এসএসসি পরীক্ষা ২০২৪ ফরম পূরণ শুরু ও শেষ তারিখ প্রকাশ
SSC-2024 From Fill-Up Date and Fee || এসএসসি ২০২৪ ফরম ফিলাপ |
যেখানে বলা হয়েছে এসএসসি-২০২৪ পরীক্ষার শিক্ষার্থীরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফরম ফিলাপ করতে পারবে, কত টাকা ফরম পূরণের জন্য দেওয়া লাগবে, ফরম ফিলাপের তারিখ পার হয়ে গেলে কত টাকা জরিমানা দিয়ে ফরম ফিলাম করা লাগবে ইত্যাদি বিষয় গুলো জানবো আজকের এই পোস্টে।
SSC-2024 From Fill Up Date and Fee
- ফরম ফিলাপ শুরুর নোটিশ প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ তারিখ।
- ফরম ফিলাপ শুরুর তারিখ: ৩০ অক্টোবর ২০২৩ তারিখ।
- ফরম ফিলাপের শেষ তারিখ: ৮ নভেম্বর ২০২৩ তারিখ।
কোন শিক্ষার্থী যদি এই তারিখের মধ্যে ফরম ফিলাপের টাকা পরিশোধ না করতে পারে তাহলে তাকে বিলম্ব মাশুল সহ ফরম ফিলাপের টাকা পরিশোধ করতে হবে।
এক্ষেত্রে বিলম্ব মাশুল সহ ফরম ফিলাপের তারিখনিম্নরুপ-
- বিলম্ব মাশুলসহ ফি প্রদান শুরু: ০৯ নভেম্বর ২০২৩ তারিখ।
- বিলম্ব মাশুলসহ ফি প্রদান শেষ: ১৩ নভেম্বর ২০২৩ তারিখ।
এসএসসি ২০২৪ ফরম ফিলাপ
নিয়মিত শিক্ষার্থীদের বিলম্ব মাশুল ছাড়া ফরম ফিলাপ করতে যত টাকা লাগবে তা নিম্নরুপ-
বিজ্ঞান বিভাগ:-
বোর্ড ফিঃ ১৬২৫ টাকা।
কেন্দ্র ফিঃ ৫১৫ টাকা।
মোট ফিঃ ২১৪০ টাকা।
মানবিক বিভাগ:-
বোর্ড ফিঃ ১৫৩৫ টাকা।
কেন্দ্র ফিঃ ৪৮৫ টাকা।
মোটঃ ২০২০ টাকা।
ব্যাবসায়ী বিভাগ:-
বোর্ড ফিঃ ১৫৩৫ টাকা।
কেন্দ্র ফিঃ ৪৮৫ টাকা।
মোটঃ ২০২০ টাকা।
- বিলম্ব মাশুল সহ যদি কোন শিক্ষার্থী বা অভিভাবক ফি পরিশোধ করে তাহলে তাকে শিক্ষার্থী প্রতি ১০০ টাকা জরিমানা দিয়ে ফি প্রদান করতে হবে।
- প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে নবম ও দশম শ্রেণির মোট ২৪ মাসের বেতন গ্রহন করতে পারবে।
- অর্থাৎ শিক্ষার্থীদের ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত ইস্কুলের বেতন পরিশোধ করতে হবে।
বিস্তারিত জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:
ধারনা করা হচ্ছে যে আগামী বছর (২০২৪) এসএসসি পরিক্ষা ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহের দিকে শুরু হবে।